Summary
সামাজিক পরিবর্তনের ধারণা
সামাজিক পরিবর্তন হল সমাজ কাঠামো ও তার কার্যাবলির পরিবর্তন। এটি উৎপাদন ব্যবস্থা ও পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে তৈরি হয়। মৌল কাঠামোর সাথে উপরি কাঠামো, যেমন আইন, রাজনীতি ও সংস্কৃতি, যুক্ত থাকে। তাই মৌল ও উপরি কাঠামোর পরিবর্তন হল সামাজিক পরিবর্তন।
সমাজবিজ্ঞানী কিনে ডেভিস বলেন, 'সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজ সংগঠনের মধ্যকার পরিবর্তন' এবং ম্যাকাইভার বলেন, 'মানবীর সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন'। অর্থাৎ, এটি সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচরণ ও সংস্কৃতির পরিবর্তন হিসাবে বিবেচিত।
সামাজিক পরিবর্তন কখনও মন্থর আবার কখনও দ্রুত ঘটে। এর প্রভাব经济, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধ এবং জীবন ব্যবস্থায় বেশি পড়ে। এটি নতুন সৃজনশীল কর্মকাণ্ড ও জ্ঞান-বিজ্ঞানের শাখাগুলি উন্মোচন করে এবং নতুন সমাজ গঠনের প্রক্রিয়া শুরু করে।
সামাজিক পরিবর্তনের ধারণা
সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গ উঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। দাবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতকগুলো উপরি কাঠামো, যেমন- আইন-কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন ।
সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞানী কিনে ডেভিস বলেন, 'সামাজিক পরিবর্তন হচ্ছে সামাি সংগঠনের মধ্যকার পরিবর্তন। ম্যাকাইভার বলেন, 'মানবীর সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার-আচরণের পরিবর্তন। সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। মোটকথা, সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যকথার সামগ্রিক পরিবর্তন।
সামাজিক পরিবর্তন সংঘটিত হয় কখনো মন্থর গতিতে আবার কখনো দ্রুতগতিতে। এই পরিবর্তনের প্রভাব অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধ এমনকি সনাতন জীবন ব্যবস্থাকেও গভীরভাবে স্পর্শ করে। সমাজের সৃজনশীল কর্মকাণ্ড লাভ করে নতুন গতি। উন্মুক্ত হয় জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন শাখা ও কলাকৌশল। সৃষ্টি হয় নতুন সৃষ্টির উম্মাদনা এবং শুরু হয় নতুন সমাজ গঠনের প্রক্রিয়া।
Read more