লেখক-পরিচিতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
1.9k
Summary

সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের পথিকৃৎ।

তাঁর জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালে, এবং পৈতৃক নিবাস কুমিল্লায়। পিতার নাম সৈয়দ আবদুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম।

সুফিয়া কামালের জন্মকালে বাঙালি মুসলমান নারীরা গৃহবন্দি জীবন কাটাতেন এবং স্কুল-কলেজে পড়ার সুযোগ ছিল না। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হননি, তবে প্রথাহীনভাবে স্বশিক্ষিত হয়ে বাংলা ভাষা ও সাহিত্যে আত্মনিয়োগ করেন।

তিনি কবি হিসেবে খ্যাতি অর্জন করেন এবং নারী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রধান গ্রন্থসমূহ:

  • 'সাঁঝের মায়া'
  • 'মায়া কাজল'
  • 'কেয়ার কাঁটা'
  • 'উদাত্ত পৃথিবী'

সুফিয়া কামাল গল্প, ভ্রমণকাহিনি, প্রবন্ধ ও স্মৃতিকথাও লিখেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দীন স্বর্ণপদকসহ বিভিন্ন পদকে ভূষিত হন। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর জন্ম ১৯১১ খ্রিষ্টাব্দের ২০এ জুন বরিশালে । তাঁর পৈতৃক নিবাস কুমিল্লায় । কবির পিতার নাম সৈয়দ আবদুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম । যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দি জীবন । স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন । তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন । পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন ।

সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে : “সাঁঝের মায়া', 'মায়া কাজল', 'কেয়ার কাঁটা', ‘উদাত্ত পৃথিবী' ইত্যাদি । এছাড়াও তিনি গল্প, ভ্রমণকাহিনি, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন । বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দীন স্বর্ণপদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি ।

সুফিয়া কামাল ১৯৯৯ খ্রিষ্টাব্দের ২০এ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...