মধ্য এশিয়া

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
950

এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। ঐতিহাসিকভাবে অঞ্চলটি যাযাবর জাতি ও চীনের সিল্ক রোডের সাথে সম্পর্কিত। মধ্য এশিয়ার কাজাখস্তান ও আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল । ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলে কাজাখস্তান ও আর্মেনিয়া স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। মধ্য এশিয়া (০৬টি দেশ) এশিয়া মহাদেশের বিশাল ভূ-বেষ্টিত (Land Locked) অঞ্চল মধ্য এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলো এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

উপনিবেশ

মধ্য এশিয়ার সবদেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। স্বাধীনতা পায় সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে।

নাগার্নো-কারাবাখ

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবদমান ছিটমহল। আজারবাইজান মূলত ককেশীয় অঞ্চলের দেশ। এটিকে কেউ ইউরোপ আবার কেউ এশিয়ার দেশ মনে করে। এজন্য একত্রে ইউরেশিয়ান দেশ বলা হয়।

সমরখন্দ

উজবেকিস্তানের ঐতিহাসিক নগরী। সম্রাট বাবর এখানে জন্মগ্রহণ করেন।

টিউলিপ বিপ্লব

২০০৫ সালে কিরগিস্তানের সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট অ্যাকায়েডের কর্তৃত্ববাদ ও দুর্নীতির ফলে এই বিপ্লব আরম্ভ হয়। এই বিপ্লবের ফলে প্রেসিডেন্ট এসকার অ্যাকায়েড পদত্যাগ করেন।

জেনে নিই

  • কিরগিস্তানে অবস্থিত রাশিয়ার বিমানঘাঁটি- কান্ট।
  • সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়- ১৯৯১ সালে।
  • যুক্তরাষ্ট্রের মানাস বিমানঘাঁটি- কিরগিস্তানে।
  • সোভিয়েত ভেঙ্গে নতুন প্রজাতন্ত্র হয়- ১৫টি।
  • মধ্য এশিয়ার যে দুটি দেশ কাস্পিয়ান সাগরের তীরে আজারবাইজান ও তুর্কমেনিস্তান ।
  • আয়তনে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র- কাজাখস্তান ।
  • শিরদরিয়া নদীটি অবস্থিত- কাজাখস্তানে।
  • The Land of Fire নামে পরিচিত- আজারবাইজান।
  • মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান CIS এর সদস্য না।
  • " Father of Apple tree” বলা হয়।
  • মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখাস্তান।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...