ব্যবহারিক দোয়া

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - ইবাদত | NCTB BOOK
682
Summary

পরম করুণাময় আল্লাহ আমাদের খালিক ও মালিক। আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর নাম নিয়ে বৈধ কাজ করা ইবাদত বলে বিবেচিত। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে সফলতা আসেনা। আমরা সব সময় আল্লাহর রহমত ও সাহায্য চাইব এবং ভালো কাজ শুরু করার আগে দোয়া পড়ব।

বেভার্ধিক দোয়ার উদাহরণ:

  • ভালো কাজ শুরু করার আগে: “দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।”
  • খাওয়ার পর: “সকল প্রশংসা আল্লাহর জন্য।”
  • সাক্ষাতে: “আপনার ওপর শান্তি বর্ষিত হোক।”
  • সালামের জবাবে: “আপনার ওপরও শাস্তি ও রহমত বর্ষিত হোক।”
  • হাঁচি দিলে: “সকল প্রশংসা আল্লাহর জন্য।”
  • শুনলে: “আল্লাহ আপনাকে রহমত করুন।”
  • ঘুমানোর আগে: “হে আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুমাই।”
  • ঘুম থেকে জাগলে: “সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের ঘুমের পর জাগালেন।”
  • কবর দেখলে: “হে কবরবাসীগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।”
  • মসজিদে প্রবেশের সময়: “হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও।”
  • মসজিদ থেকে বের হলে: “হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করছি।”

আমরা এই দোয়াগুলো শিখব ও নিয়মিত পড়ব, এতে আল্লাহ খুশি হবেন এবং আমাদের কাজে বরকত ও সওয়াব হবে। শিক্ষার্থীরা মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া আরবি ও বাংলায় লিখবে।

পরম করুণাময় আল্লাহ আমাদের খালিক ও মালিক। তিনি আমাদের মাবুদ। আল্লাহর নাম নিয়ে তাঁর সন্তুষ্টির জন্য রাসুল (স)-এর দেখানো পথে যে কোনো বৈধ কাজই আল্লাহর ইবাদত। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে সফলতা আসে না। আমরা সব সময় আল্লাহর রহমত চাইব, তাঁর কাছে সাহায্য চাইব। তাঁরই নাম নিয়ে ভালো কাজ শুরু করব। রাসুল (স) কোনো কাজ শুরু করার আগে দোয়া পড়তেন। আমরা কাজ শুরু করার আগে দোয়া পড়ে নেব। এগুলোকে বলা হয় ব্যবহারিক দোয়া । এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের আগে পড়তে হয় ।

১. কোনো ভালো কাজ শুরু করার আগে বলব-

অর্থ : “দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।”

২. খাওয়ার পরে আল্লাহর শোকর করে কলব -

অর্থ : “সকল প্রশংসা আল্লাহর জন্য।

৩. পরস্পর সাক্ষাৎ হলে কার -

অর্থ : আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

8. সালামের জবাবে বলব-

অর্থ : আপনার ওপরও শাস্তি ও রহমত বর্ষিত হোক।

৫. হাঁচি দিয়ে বলতে হয়-

অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য।

৬. যে শুনবে সে বলবে-

অর্থ : আল্লাহ আপনাকে রহমত করুন।

৭. ঘুমানোর আগে পড়তে হয়-

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া ।

অর্থ : হে আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুমাই, আর তোমার নাম নিয়েই জেগে উঠি ।

৮. ঘুম থেকে জেগে এ দোয়া পড়তে হয়-

বাংলা উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাবী আহুইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুপুর।

অর্থ : সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের ঘুমের পর জাগালেন, তাঁর কাছেই আমরা পুনরায় ফিরে যাব।

৯. কোনো কবর দেখলে এই দোয়া পড়বে-

অর্থ : হে কবরবাসীগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।

১০. মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে হয়-

অর্থ : হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও।

১১. মসজিদ থেকে বের হওয়ার সময় পড়তে হয়-

অর্থ : হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করছি।

আমরা ব্যবহারিক দোয়াগুলো ঠিকমতো শিখব এবং নিয়মিত পড়ব। এতে আল্লাহ তায়ালা খুশি হবেন। আমাদের কাজে বরকত ও সওয়াব হবে। বড় হয়ে আরও দোয়া শিখব।

পরিকল্পিত কাজ : শিক্ষার্থীরা মসজিদে প্রবেশের ও বের হওয়ার দোয়া খাতায় আরবি ও বাংলায় লিখবে।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...