# বহুনির্বাচনী প্রশ্ন
# বহুনির্বাচনী প্রশ্ন
- ষষ্ঠ শতকে আরবি ভাষার শ্রেষ্ঠ কবি।
- আরবের নজদ এলাকায় বর্তমান ইয়েমেনে জন্মগ্রহণ
- মুয়াল্লাকা নামক বিখ্যাত কাব্য সংকলন তাঁরই সৃষ্টি।
# বহুনির্বাচনী প্রশ্ন
- তিনি সুলতান মাহমুদের দরবারের সভাকবি ছিলেন।
- প্রাচীন ইরানের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ফারসি ভাষায় রচিত বিখ্যাত মহাকাব্য শাহনামা তারই সৃষ্টি।
- ৩০ বছরের অধিক সময় নিয়ে মহাকাব্য শাহনামা' রচনা করেন
- তাঁকে 'প্রাচ্যের হোমার' বলে অভিহিত করা হয়।
- বিখ্যাত মুসলিম জ্যোতির্বিদ আল বেরুনী বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন।
- তিনি সর্বপ্রথম 'কিতাবুল তাফহিম-এ 'পৃথিবীর গোলাকার' মানচিত্র তৈরী করেন।
- সুলতান মাহমুদের দরবারে জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন।
- গণিত, জ্যামিতি ও বিশ্বের গঠন সম্পর্কে রচিত বিখ্যাত গ্রন্থ কিতাবুল তাফহিমা তাঁরই অসামান্য সৃষ্টি।
- "কিতাবুল হিন্দ' তাঁর একটি বিখ্যাত গ্রন্থ।
- গজনীর সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতায় ভারতে প্রায় ১২ বছর অবস্থান করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
- ওমর খৈয়াম পারস্যের (বর্তমান ইরান) বিখ্যাত কবি ও দার্শনিক।
- বিখ্যাত 'রুবাইয়াত' (চতুষ্পদী কবিতা) গ্রন্থের রচয়িতা।
- কবি কাজী নজরুল ইসলাম গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন রুবাইয়াত-ই-ওমর খৈয়াম নামে।
- একজন ফারসি কবি সুফিতাত্ত্বিক, আইনজ্ঞ ও ধর্মতত্ত্ববিদ ছিলেন।
- জালাল উদ্দিন মুহাম্মদ বালখী নামেও পরিচিত।
- তাঁর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ 'মসনবী শরীফ'।
- 'মসনবী শরীফ গ্রন্থে কুরআন ও আধ্যাত্মিক জীবন সম্পর্কিত রুমির গভীর উপলব্ধির বর্ণনা রয়েছে।
- মধ্যযুগীয় ফারসি কবি শেখ সাদী ১২১০ ইরান করে।
- তিনি নৈতিক চিন্তার গভীরতার জন্য স্বীকৃত।
- তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে বুস্তা' ও 'গুলিস্তা নামক গ্রন্থ দুটি অন্যতম।
- বিখ্যাত ভারতীয় কবি, দার্শনিক ও ধর্ম সংস্কারক।
- তাঁর বালানাম- রামবোলা ।
- হিন্দু সম্প্রদায়ের দেবতা রামের জীবনকাহিনীর উপর রচিত বিখ্যাত মহাকাব্য 'রামচরিতমানস' তাঁরই সৃষ্টি।
- বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার ছিলেন।
- ১৫৬৪ সালের ২৬ এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- 'Bird of Avon' বলা হয় তাঁকে।
উল্লেখযোগ্য গ্রন্থ-
Hamlet, Antonio Cleopatra, King Lear, Othello, Twelfth Night,
The Tempest, Romeo and Juliet, The Merchant of Venice
# বহুনির্বাচনী প্রশ্ন
- খ্যাতনামা ফারসি ভাষার কবি (ইরানের) আসল নাম শামসুদ্দীন মোহাম্মদ
- তিনি হাফিজ সিরাজি' নামে ইরানে পরিচিত।
- তিনি 'বুলবুল-ই-সিরাজ' হিসেবে অধিক পরিচিত।
- কবি হাফিজের 'রুবাইয়াৎ-ই-হাফিজ' কবিতাটি অনুবাদ করেন- কাজী নজরুল ইসলাম ।
- বিখ্যাত ইংরেজ কবি ও লেখক জন মিল্টন
- ১৬০৮ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন।
- 'বাংলার জন মিল্টন বলা হয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম- Paradise Lost, Paradise Regained
- বিখ্যাত জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও দার্শনিক।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- Faust, The Sorrows of Young Werther, Wilhelm Meister's Apprenticeship.
- আল্লামা ইকবাল ব্রিটিশ ভারতের মুসলিম কবি
- দার্শনিক আল্লামা ইকবাল ১৮৭৭ সালে জন্মগ্রহণ করেন তৎকালীন ভারতের পাঞ্জাব শহরে।
- একই সাথে ফারসি ও উর্দু ভাষায় কবিতা রচনা করতেন।
- তিনি পাকিস্তানের 'জাতীয় কবি' ও 'আধ্যাত্মিকতার জনক ।
- তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী' নামে পরিচিত।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- আসরার-ই-খুদি, জবর-ই-কালিমা, শিকওয়া, শিকওয়া জবাব-ই- শিকওয়া ।
- Man is condemned to be free ( মানুষ কখনো স্বাধীন আবার কখনো পরাধীন)- মানবতাবাদ
- Man is born free but everywhere in chains রুশো -মানবতাবাদ
- Man is the measure of all things - প্রোটাগোরাস মানবতাবাদ
- Die to live 1 Be a person পূর্ণতাবাদ-
- Self-preservation is the first law of Nature- Egoism
- Duty for duty's sake পরিণতিমুক্ত সুখবাদ Kant
- Beauty is truth, truth is Beauty that is all Keats নন্দনতত্ত্ব
- Survival of the fittest বিবর্তনবাদ- চার্লস ডারউইন
- সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ- উপযোগবাদ- মিল ও বেন্থাম
- অভাগা যায় বাভৈলা, কপাল যায় সভৈদা- অদৃষ্ট বাদ
- এ সংসার ধোঁকার চাটি- মায়াবাদ
- ঋণ করে হলেও ঘি খাও- চার্বাক দর্শন/সুখবাদ
- ভাবার্থে- সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- চন্ডীদাস
- জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর- স্বামী বিবেকানন্দ
- সীমার মাঝে, অসীম তুমি বাজাও আপন সুর- রবীন্দ্রনাথ ঠাকুর-সধেশ্বরবাদ
- কত দুঃখ, কত ক্লেশ, কত যুদ্ধ, কত মৃত্যু নাহি তার শেষ।- দুঃখবাদ / নৈরাশ্যবাদ
- যা আছে ভান্ডে (দেহে) তা আছে ব্রাহ্মে- লালন / বাউল- দেহাত্মবাদ
- সবকিছুতে ঈশ্বর আছে কিন্তু সবকিছুই ঈশ্বর নয়- সর্বধরেশ্বরবাদ
- সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বর সবকিছু- সদ্বেশ্বরবাদ (Pantheism )
- অস্তিত্ব সরেসত্তার পূর্বগামী- অস্তিত্ববাদ- জ্যা পল সার্তে
- এ জীবন শান্তিকরূপ এবং সম্মা জড় জগৎ অশুভ ও মায়ামাত্র- জন্মাতবাদ/কর্মবাদ
- ১৯ শতকের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইবনে খালদুন ১৩০৩২ সালে তিউনিসিয়ার অনুগ্রহণ করেন।
- মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে অন্যতম।
- জন্ম - ২৭ মে ১৩৩২ খ্রিস্টাব্দে (তিউনিসিয়ায়)
- তাঁর বিখ্যাত গ্রন্থ- 'কিতাবুল ইবার (৭ খণ্ডে) রচিত ।
- 'মুকাদ্দিমা' (ভূমিকা) এর জন্য তিনি সর্বাধিক পরিচিত।
- সমাজবিজ্ঞানে অসামান্য অবদান রয়েছে তার।
- আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে অন্যতম
- সামাজিক সংহতি প্রত্যয়টির ব্যাখ্যা প্রদান করেন।
- ইবনে খালদুন বিশ্বজোড়া সমাদৃত তার মুকাদ্দিমা গ্রন্থের জন্য।
- মিশরের কায়রোতে মৃত্যুবরণ করেন- ১৪০৬ সালে ।
- বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, ইতিহাসবেত্তা, গণিতবিদ ও সমাজ সমালোচক।
- সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ১৯৫০ সালে।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
Power: A New Social Analysis
The Conquest of Happiness
The Proposed Roads to Freedom
The Problems of Philosophy
History of Western Philosophy
- Auguste Comte ছিলেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী ও লেখক।
- তিনিই প্রথম Sociology শব্দটি ব্যবহার করেছিলেন।
- সমাজবিজ্ঞানে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন চিরস্মরনীয় হয়ে আছেন
- তিনি দৃষ্টবাদ বা পজিটিভিজম দর্শনের উন্নয়নে অসামান্য অবদান রাখেন ।
- তিনি কার্ল মার্ক্স, জন স্টুয়ার্ড মিল অগুনতি সমাজচিন্তকদের উদ্বুদ্ধ করেছে
- তাছাড়া তিনিই প্রথম ফাংশনালিজম বা ক্রিয়াবাদের ধারণা দেন
- ১৯৩৯ সালে তিনিই প্রথম Sociology শব্দটি ব্যবহার করে সমাজবিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন করেন ।
- তাঁকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
Positive Polity,
Scientific Positivism &
Positive Philosophy
- ষোড়শ শতকের একজন ইংরেজ দার্শনিক।
- জন্ম ৫ এপ্রিল ১৫৮৮ খ্রিষ্টাব্দে।
- ১৬৫১ সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ 'লেভিয়েথন (Leviathan) গ্রন্থটিতে সামাজিক চুক্তি তত্ত্ব ধারণা প্রতিষ্ঠা করেন।
- তিনি ১৬৭৯ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের ডার্বিশায়ারে মৃত্যুবরণ করেন।
- তাঁর বিখ্যাত উক্তি-
মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মত্মকেন্দ্রিক।
Knowledge is power
Leisure is the mother of philosophy
- খ্রিস্ট ধর্মের প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ সেন্ট অগাস্টিন
- বর্তমান আলজেরিয়ার ট্যাগাস্টিতে জন্মগ্রহণ করেন।
- বাংলায় তাকে সাধু অগাস্টিনও বলা হয়।
- তিনি বিখ্যাত গ্রন্থ- 'City of God', 'Confessions'
একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা ও সমাজকর্মী। দার্শনিক হলেও তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ
Principia Mathematica
Marriage and Morals
Albert Camus-- The Outsider
Proposed Roads to Freedom
Power:A New Social Analysis
- কান্টের জন্ম রাশিয়ার অন্তর্গত ও কালিনিনগ্রাদ নামে পরিচিত।
- কান্টকে আধুনিক ইউরোপের প্রভাবশালী চিন্তাবিদ হিসাবে গণ্য করা হয়।
- ইউরোপের Age of Enlightenment বা আলোকিত যুগের শেষ দার্শনিক।
- তিনি তার "Critique of Pure Reason" (১৭৮১) বইটির জন্য স্বনামধন্য ।
# বহুনির্বাচনী প্রশ্ন
এইচ. এম. জাহিদ
ডা মইনউদ্দিন সরকার
জি. এম . তারেক
জি. এম. আনোয়ার
- বিখ্যাত মুসলিম চিকিৎসক, জ্যোতির্বিদ ও দার্শনিক।
- ইবনে সিনা উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন ৯৮০ সালে ।
- ইবনে সিনাকে জ্ঞানীকূলের শিরোমণি (আল-শায়খ আল-রাঈসা) বলে আখ্যায়িত করা হয়।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
কিতাব আল-শিফা' (দর্শন শাস্ত্র)।
আল-কানুন (The Canon of Medicine)
আল-ইশারাত ওয়াত-তানবিহাত
# বহুনির্বাচনী প্রশ্ন
- আইজ্যাক নিউটন বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী।
- ১৭০৫ সালে নাইট উপাধিতে ভূষিত হন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ও অবদান- Mathematical Princes of Natural Philosophy', ক্যালকুলাস, অভিকর্ষ, আলোবিদ্যা বস্তুর গতি সূত্র (৩টি) ইত্যাদির জন্য বিখ্যাত।
- আইনস্টাইন ছিলেন বিখ্যাত জার্মান ইহুদি পদার্থ বিজ্ঞানী
- জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন- ১৮৭৯ সালে
- বিখ্যাত 'আপেক্ষিক তত্ত্ব বা Theory of Relativity (E = me) প্রণেতা।
- 'আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ১৯২১ সালে ।
# বহুনির্বাচনী প্রশ্ন
- মাদাম কুরি ১৮৬৭ সালে পোল্যান্ডে ওয়ারশতে জন্মগ্রহণ করেন।
- ১৯০৩ সালে প্রথম মহিলা হিসেবে নোবেল পুরষ্কার লাভ করেন।
- ১৯০৩ সালে পদার্থ ও ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
- ১৯০৩ সালে ম্যারি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনিই প্রথম নারী যিনি ভিন্ন দুই শাখায় নোবেল পুরস্কার লাভ করেন।
- বিখ্যাত ব্রিটিশ চিকিৎসক ও অণুজীব আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- 'পেনিসিলিন' আবিষ্কারের জন্য বিখ্যাত।
- ১৯৪৪ সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
- ১৯৪৪ সালে 'নাইট' উপাধি লাভ করেন।
- বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- টেলিফোন আবিষ্কার করেন।
- 'বোবাদের পিতা' বলা হয়- গ্রাহাম বেলকে।
- ইতালীয় জ্যোর্তিবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী ।
- দূরবীক্ষন বা টেলিস্কোপ যন্ত্রের আবিষ্কারক
- গ্যালেলিও পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন।
- বিখ্যাত উক্তি- 'সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।”
- বিখ্যাত ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ।
- রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন।
- তিনি প্রমান করেন অ্যালকোহল জাতীয় দ্রব্য পচনের জন্য দায়ী অনুজীব
- অ্যান্থ্রাক্স, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন।
# বহুনির্বাচনী প্রশ্ন
- স্টিফেন হকিং একাধারে পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন।
- স্টিফেন হকিং ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
- ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ী অধ্যাপক ছিলেন।
- Motor Neurone Disease' রোগে আক্রান্ত ছিলেন।
- তাঁর জীবননির্ভর চলচ্চিত্র 'The Theory of Everything
- উল্লেখযোগ্য গ্রন্থ-
My Brief History
A Brief History of Time
The Grand Design
The Universe in a Nutshell
- ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডে ১৭২৩ সালে জন্মগ্রহণ করেন।
- অর্থনীতির জনক হিসেবে পরিচিত।
- অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' নামে অভিহিত করেন।
- অর্থনীতিতে 'অদৃশ্য হাত' ধারণাটি তিনি প্রবর্তন করেন।
- 'ক্ল্যাসিকাল' এবং 'লেইসে ফেয়ার বাদের প্রবক্তা।
- উল্লেখযোগ্য গ্রন্থ-
The Theory of Moral Sentiments
The Wealth of Nations
- আধুনিক অর্থনীতির জনক হিসেবে অভিহিত করা হয়।
- ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- যুক্তরাষ্ট্রের মধ্যে তিনিই সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, চিকিৎসক ও রাজনৈতিক ভাস্যকর।
- আধুনিক গণতন্ত্র' বা 'সংসদীয় গণতন্ত্রের জনক।
- State of Nature সম্পর্কে ধারণা প্রদান করেন।
- বিখ্যাত উক্তি- "যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই।
- উল্লেখযোগ্য গ্রন্থ-
Two Treatises of Civil Government.
An Essay Concerning Human understanding.
A Letter Concerning Toleration.
# বহুনির্বাচনী প্রশ্ন
- জন্মঃ ১৮ জুলাই ১৯১৮
- পরিচিতিঃ বর্ণবাদ আন্দোলনের অবিসংবাদিত নেতা
- ডাক নামঃ মাদিবা ।
- রাজনীতিতে প্রবেশঃ ১৯৪৮ সালে।
- কারাভোগঃ ২৭ বছর
- ম্যান্ডেলা দিবসঃ ১৮ই জুলাই
- নোবেল পুরষ্কারঃ ১৯৯৩ সালে
- কয়েদি নম্বরঃ ৪৬৬৬৬৪ সালে
- বাংলাদেশ সফরঃ ১৯৯৭ সালে।
- ম্যান্ডেলা স্কয়ারঃ প্যারিস, ফ্রান্স
- প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টঃ ১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে।
- নির্বাসিত ছিলেনঃ আটলান্টিক মহাসাগরের সেন্ট রোবেন দ্বীপে।
- রাজনৈতিক দলঃ “African National Congress”
- বিখ্যাত ভাষণঃ
“I am Prepared to Die”
“Don't call me, I will call you”
- বিখ্যাত গ্রন্থঃ
“Conversation myself”
“A Long Walk to Freedom”
- মৃত্যুঃ ২০১৩ খ্রিস্টাব্দে।
# বহুনির্বাচনী প্রশ্ন
- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
- অমৃতস্বর স্বর্ণমন্দিরে তিনি অপারেশন ব্লু-স্টার পরিচালনা করেন।
- অমৃতস্বর স্বর্ণমন্দির শিখদের প্রধান ধর্মীয় স্থান।
- ১৯৮৪ সালে নিজ দেহরক্ষী সাতওয়ান্ত সিং এবং বিআন্ট সিং এর গুলিতে নিহত হন।
# বহুনির্বাচনী প্রশ্ন
# বহুনির্বাচনী প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
ডব্লিউ বি ইয়েটস
চার্লস ডিকেন্স
জন কিটস
টি.এস. এলিয়ট
ডব্লিউ বি. ইয়েটস
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু
# বহুনির্বাচনী প্রশ্ন
- ভারতের জাতির জনক ও অহিংস আন্দোলনের প্রবক্তা।
- তাঁর জন্ম তারিখ ২ অক্টোবর 'আন্তর্জাতিক অহিংস দিবস'।
- প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী
- 'মহাত্মা' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধী আশ্রম অবস্থিত নোয়াখালী জেলায়।
- তিনি কখনোই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হননি।
- মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকার নাম- 'ইন্ডিয়ান অপিনিয়না।
- "মাহাত্মা গান্ধী' ১৯১৭ সালে রাজনীতিতে প্রবেশ করেন- দক্ষিন আফ্রিকায়।
- কংগ্রেস এর সভাপতি নির্বাচিত হন। ১৯২১ সালে।
- সত্যাগ্রহ আন্দোলন করেন ১৯০৬ সালে।
- ১৯৪৮ সালে 'নথুরাম গডসে' নামক এক সন্ত্রাসী হিন্দু আততায়ীর গুলিতে নিহত হন।
# বহুনির্বাচনী প্রশ্ন
- এপিজে আব্দুল কালাম আজাদ- ভারতের পারমাণবিক বোমার জনক।
- তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন।
- তার উপাধি- Missile Man
- ভারত পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটায়- ১৯৭৪ সালে রাজস্থানের পোখরানে।
- আত্মজীবনী- Wings of Fire
- তাঁর বিখ্যাত উক্তি- “ Dreams are not what you see in your sleep, dream are things which do not let you sleep"
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
- ভারতের স্বাধীনতার সময়কালে কংগ্রেস সভাপতি।
- জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতির অন্যতম প্রবক্তা।
- তিনি বলেন, দেশ ভালো হয়, যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়।
বিখ্যাত রচনা-
- The Discovery of India
- An Autobiography (আত্মজীবনী)
- Glimpses of World History
# বহুনির্বাচনী প্রশ্ন
- কবি ও দার্শনিক
- পাকিস্তানে ইসলামিক আধাত্মিকতার জনক ।
- পাকিস্তান রাষ্ট্রের মৌলিক রূপরেখা তৈরী করা হয় ১৯৩১ সালে
- উক্তি- “রাজনীতির মূল রয়েছে মানুষের আত্মিক জীবনের গভীরে”
- পাকিস্তানের জাতির জনক।
- ১৯৩৯ সালে দ্বি-জাতি তত্ত্ব প্রণয়ণ করেন।
- তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল
- উক্তি - Urdu & urdu shall be the state language of Pakistan
- ১৯৭০ সালে নির্বাচনে PPP প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
- ১৯৭৩ সালে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন
- ১৯৭৯ সালে তাকে ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়
- পাকিস্তানের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন।
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- তাকে "Daughter of the East” বলা হয় ।
- দালাইলামাকে বলা হয় এশিয়ার নেলসন ম্যান্ডেলা'।
- দালাইলামা হলেন তিব্বতের বৌদ্ধ ধর্মীয় নেতা।
- দালাইলামা শব্দের অর্থ মহাসাগর।
- দালাইলামা ১৯৫৯ সালে ভারতে পালিয়ে যায়।
- ১৯৬৯ সালে তিনি চীনের আগ্রাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
- তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট (১৯১১-১২)।
- চীনা বিপ্লবের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব।
- ড. সান ইয়াৎ সেন চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ।
- কুওমিনটাং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা।
- গণ চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা- মাও সেতুং।
- চীনে 'কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয়- ১৯৪৯ সালে।
- চীনের 'কমিউনিস্ট বিপ্লব'-এর নেতৃত্ব দেন- মাও সে তুং
- বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম- চীনা কমিউনিস্ট পার্টি।
- মাও সে তুং এর নেতৃত্বে 'সাংস্কৃতিক বিপ্লব' (১৯৬৬) সালে হয়।
- মাও সে তুং এর মৃত্যুর পর দেং জিয়া পিং চীনের শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হন।
- তিনি তিয়েন আনমেন স্কয়ারের আন্দোলন দমন করেন।
- স্নায়ুযুদ্ধের পর বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতন ঘটলেও তিনি চীনকে রক্ষা করেন।
- দেং জিয়া পিং এর নেতৃত্বে চীনে হংকং ও ম্যাকাও-এর সংযুক্তি, 'এক দেশ দুই নীতি' প্রবর্তন হয়।
- তিনি পুঁজিবাদী অর্থনীতি গ্রহণে সম্মত হন ।
- চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক ।
- ১৯৪৩-১৯৪৯ পর্যন্ত তিনি চীনের President ছিলেন।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর কমিউনিস্ট সরকারের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তাইওয়ানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেন।
- ইরানের ইসলামী বিপ্লবের অগ্রনায়ক
- ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটান
- ১৯৮৯ সালে মৃত্যু বরণ করেন।
- ইরানের সর্বশেষ রাজা (১৯৪১-১৯৭৯) সাল। ১৯৭৯ সালে।
- ইসলামী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় ।
- ১৭৩৬ সালে ইরানের সিংহাসন দখল করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- দিল্লি আক্রমণ করে ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা নিয়ে যান।
- জন্মগ্রহণ করেন- ১২১৭ সালে, তৎকালীন মোঙ্গল সাম্রাজ্যে
- ইলখানি বংশের প্রতিষ্ঠাতা।
- মোঙ্গলীয় নেতা চেঙ্গিস খানের পৌত্র।
- মোঙ্গলবাহিনীর নেতৃত্বে তিনি পারস্য দখল করেন।
- ইরানের মানবাধিকার কর্মী।
- তিনি ইরানের শিয়া মুসলিম।
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম নারী।
- ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- শিরিন এবাদি বাংলাদেশে আসেন ২০১৮ সালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে।
- রুশি বিপ্লবের নেতা।
- বিখ্যাত উক্তি “ একটি মিথ্যা বারবার বলা হলে তা সত্যে পরিণত হয়"।
- লেনিন এর মৃতদেহ সংরক্ষিত আছে- মস্কোর রেড স্কোয়ারে ।
- তিনি মৃত্যুবরণ করেন- ১৯২৪ সালে।
- আধুনিক রাশিয়া জনক পিটার দ্যা গ্রেট।
- তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন- পিটার।
- নৌ বাণিজ্যের সুবিধার্থে ১৭০৩ সালে প্রতিষ্ঠিত করেন সেন্ট পিটার্সবার্গ শহর যা পরবর্তিতে রাজধানী হয়।
- ভস্তক -১ নামক কৃত্রিম নাভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন
- ইউরি গ্যাগরিন মহাশুন্যে যান ১৯৬১ সালে।
- তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন ১৯৬৮ সালে।
- USSR এর সর্বশেষ প্রেসিডেন্ট।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় তার সময়ে।
- তিনি গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা ।
- মারা যান ৩০ আগস্ট, ২০২২ সালে।
- ম্যাক্সিম গোর্কি লেনিনের মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। :
সাহিত্যকর্ম
- মা (উপন্যাস)
- আমার ছেলেবেলা
- পৃথিবীর পাঠশালা ও ‘ঝড়ো পাখির গান'
- খ্যাতিমান সোভিয়েত লেখক।
তার বিখ্যাত উপন্যাস :
- ওয়ার এন্ড পিস (War and peace)
- আন্না কারোনিয়া (Anna Karenina)
- পুনরুত্থান
- পুতিন ১৯৫২ সালে লেলিনগ্রাদে জন্মগ্রহণ করে।
- তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি।
- তিনি রাশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (KGB) তে কর্মরত ছিলেন।
- ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেন এবং ২০২২ সালে লুহানস্ক ও দোনেৎস্কে স্বাধীনতা ঘোষনা করে।
- আধুনিক সমাজতন্ত্রের জনক ।
- তাঁর বিখ্যাত রচনা Das Capital.
- উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ও দ্বান্দ্বিক বস্তুবাদ এর প্রবক্তা।
- রুশ বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়ে ছিল - Das Capital গ্রন্থটি।
# বহুনির্বাচনী প্রশ্ন
- বিসমার্ক আধুনিক জার্মানির জনক।
- তিনি জার্মানিকে ‘পরিতৃপ্ত দেশ" হিসেবে ঘোষণা করেন।
- Blood and Iron Policy পলিসির প্রবক্তা ।
- লৌহ বৈদেশিক নীতির জন্য বিসমার্ককে 'আয়রন চ্যান্সেলর' বলা হয়।
- জার্মান ধর্মতত্ত্ববিদ ও সংস্কারক।
- খ্রিস্টধর্মের অনুসারীরা দুইভাগে বিভক্ত- ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট।
- তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবক্তা।
- ক্যাথলিকগণ হলো পোপের অনুসারী।
# বহুনির্বাচনী প্রশ্ন
- নেপোলিয়ন বোনাপার্টের জন্ম- ভূমধ্যসাগরে ফ্রান্সের কর্সিকা দ্বীপে।
- ১৭৯৯ সালে ফ্রান্সের প্রথম কনসাল (First Consul) হয়।
- ১৮০৪ সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।
- ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে বৃটেনের নিকট পরাজিত হন।
- সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
নেপোলিয়নের উল্লেখযোগ্য যুদ্ধ :
- ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫)
- লিপজিগের যুদ্ধ (১৮১৩)
- ওয়াটার লু'র যুদ্ধ (১৮১৫)
বিখ্যাত উক্তি
- Impossible is a word which is found in a fool's dictionary.
- Give me a good mother, I will give you good nation.
# বহুনির্বাচনী প্রশ্ন
- দার্শনিক ও সমাজ সংস্কারক
- রোমান্টিক আন্দোলনের জনক বলা হয়।
- ফরাসী বিপ্লবের শ্লোগান- 'Liberty. Equality and Fraternity' এর প্রবক্তা।
- তাঁর বিখ্যাত গ্রন্থ- The Social Contract.
# বহুনির্বাচনী প্রশ্ন
- ভলটেয়ার ফ্রান্সের বিখ্যাত মানবতাবাদী দার্শনিক।
বিখ্যাত গ্রন্থ-
- Annals of the Empire
- Candide
উপর্যুক্ত গ্রন্থ দুটি ফরাসী বিপ্লবের অন্যতম নিয়ামক গ্রন্থ।
- মন্টেঙ্কু ফরাসী রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।
বিখ্যাত গ্রন্থ-
- The Spirit of the Laws
- Persian Letters
- জ্যাঁ পল সাত্রে ফরাসী সাহিত্যিক ও দার্শনিক।
- ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তা প্রত্যাখ্যান করেন ।
বিখ্যাত উপন্যাস-
- “The More ”
- "The Victors"
- ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪০ সালে জার্মানী নাৎসি বাহিনীর হাতে ফ্রান্সের পতন হলে চার্লস ডি গ্যালে (Free France Forces) গঠন করেন।
- তিনি ফ্রান্স রিপাবলিকের ১৮তম প্রেসিডেন্ট ছিলেন।
- কুখ্যাত স্বৈরশাসক।
- ১৬৪৩-১৭১৫ সাল পর্যন্ত ৭২ বছর ফ্রান্স শাসন করেন।
- বিখ্যাত উক্তি হচ্ছে- আমিই রাষ্ট্র।
- বিখ্যাত গ্রিক দার্শনিক।
- বিখ্যাত উক্তি “Know thyself "
- প্লেটোর শিক্ষক ছিলেন ।
- 'হেমলক' নামক বিষপানে তাকে হত্যা করা হয় ।
- বিখ্যাত গ্রীক দার্শনিক।
- এরিস্টটলের শিক্ষক ছিলেন সক্রেটিস।
- তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান- অ্যাকাডেমি
- বিখ্যাত গ্রন্থ- রিপাবলিক
- বিখ্যাত গ্রীক দার্শনিক।
- প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান- লাইসিয়াম
- বিখ্যাত গ্রন্থ- পলিটিকস
- তিনি আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন।
- রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও জীববিদ্যার জনক।
- আলেকজান্ডার মেসিডোনিয়ার শাসক ।
- মাত্র ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন
- ইরান হয়ে মধ্য এশিয়ায় প্রবেশ করেন।
- খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করে দখল করেন।
- সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন- ব্যবিলনে।
- প্রাচীন রোমান কবি ছিলেন।
- রোমান সম্রাজ্যের জাতীয় মহাকাব্য ইনিড (Aeneid) রচনা করেন।
- বিখ্যাত কাব্যগ্রন্থের নাম- Georgies & Bucolics
- হোমার গ্রীসের অন্ধ মহাকবি ।
- ‘ইলিয়াট’ ও ‘ওডেসি’তার দু'টি মহাকাব্য ।
বিখ্যাত উক্তি-
- “প্রতিটি দুঃখী আত্মা সততার প্রতীক”
- “অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো”
# বহুনির্বাচনী প্রশ্ন
- ইতালির কবি, ভাস্কর এবং চিত্রশিল্প
বিখ্যাত চিত্রকর্ম-
- Madonna of the Steps
- David
- The creation of Adam
- Madonna of Bruges,
- The Deposition
- তিনি রেনেসাঁ ম্যান হিসেবে পরিচিত।
- ইতালির রেনেসাঁর সর্বশ্রেষ্ঠ পুরুষ
- তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, অঙ্কশাস্ত্রবিদ, বিজ্ঞানী ও দার্শনিক।
- উড়োজাহাজের প্রথম নক্সা অঙ্কন করেছিলেন।
- দ্য লাস্ট সাপার
- মোনালিসা
- ভার্জিন অব দ্য রকস
- ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান।
- হিটলারের বন্ধু ও সহযোগী।
- তিনি ফ্যাসিবাদের প্রবক্তা।
- বিখ্যাত উক্তি 'এককালীন শান্তিও সম্ভব নয়, সংগতও নয়'।
তার বিখ্যাত গ্রন্থ-
- Prisoners Notebook
- পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী ।
- আধুনিক জ্যোতির্বিজ্ঞানের প্রাণপুরুষ।
- টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক।
- আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট নিক্সনের নিরাপত্তা উপদেষ্টা।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর নেতিবাচক ভূমিকা ছিল।
- তাঁর প্রচেষ্টায় ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি ভিয়েতনামে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- এজন্য তিনি ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার গ্রন্থের নাম The White House Years
- তিনি আমেরিকার নিগ্রোদের অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা।
- ১৯৬৩ সালে ওয়াশিংটনে লং মার্চের দেন এবং I Have a Dream শীর্ষক বিখ্যাত ভাষণ প্রদান করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল গুপ্তঘাতক কর্তৃক নিহত হন।
- ২৯ আগস্ট, ২০১৩ সালে তাঁর বিখ্যাত ভাষণের পঞ্চাশ বছর পূর্ণ হয় ।
# বহুনির্বাচনী প্রশ্ন
- আমেরিকান মুষ্টিযোদ্ধা।
- ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েট মুষ্টিযুদ্ধে চ্যাম্পিয়ন হন।
- ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সফর করেন।
- বাংলাদেশ সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন,
- মোহাম্মদ আলীর পূর্বনাম ছিল-'ক্যাসিয়াস ক্লে'।
- যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
- বাবা জ্যামাইকান ও মা ভারতের তামিলনাড়ু থেকে আসা অভিবাসী।
- অভিবাসীর সন্তান থেকে যুক্তরাষ্ট্রের ১ম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
জাতিসংঘের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন যুক্তরাজ্যের গোডউইন জেব তিনি ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, এ্যাডউইন জেন ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলী।
- নিজ দেশ নরওয়ে।
- প্রথম মহাসচিব ছিলেন।
- তিনি ইসরায়েলের নিকট গোপন সামরিক কূটনৈতিক নথি পাঠাতেন।
- কোরিয়া যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করেন।
- নিজ দেশ- সুইডেন।
- কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন।
- কঙ্গোতে যাওয়ার সময় বর্তমান জাম্বিয়ায় পৌঁছলে বিমান দুর্ঘটনায় মারা যান
- ১৯৬১ সালে তিনি শান্তির জন্য মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন।
- নিজ দেশ- মিয়ানমার।
- বর্মী কূটনীতিক ও তৃতীয় মহাসচিব।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন।
- এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
- নিজ দেশ অস্ট্রিয়া।
- চীনের ভেটো প্রদানের কারণে তিনি তৃতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হতে পারেননি।
- একমাত্র মহাসচিব যিনি পরবর্তীতে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন
- জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফর করেন।
- নিজ দেশ ঘানা।
- তিনিই প্রথম জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে মহাসচিব হন।
- ২০০১ সালে জাতিসংঘের সাথে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- নিজ দেশ- দক্ষিণ কোরিয়া।
- এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব।
- দুই কোরিয়ার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বদ্ধপরিকর ছিলেন ।
- নিজ দেশ- পর্তুগাল
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব।
- পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী (১১৪ তম)। ইউরোপ মহাদেশ থেকে নির্বাচিত ৪র্থ মহাসচিব।