- বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত।
- সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত হবে প্রশাসনিক ট্রাইব্যুনাল।
- নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান এবং দুর্বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য দরকার স্বাধীন বিচার বিভাগ ।
- নিরপেক্ষ বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে।
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ।
- সংবিধানের ৯৭ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন কারণে প্রধান বিচারপতির পদ শূন্য হলে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপীল বিভাগের প্রবীণতম বিচারক ।
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি বিচারপতি এ এস এম সায়েম ।
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (২২তম প্রধান বিচারপতি)।
- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার বিধান বর্ণিত হয়েছে সংবিধানের ২২ নং অনুচ্ছেদ।
- বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়- ১ নভেম্বর, ২০০৭ সালে মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলায়।
নাগরিক অধিকার রক্ষায় বিচার বিভাগের ৫ ধরনের রীট প্রয়োগ করে। যথা:
- হেবিয়াস কর্পাস (Habeas Corpus )
- ম্যানডামাস (Mandamus)
- নিষেধাজ্ঞা (Prohibition)
- সার্শিওয়ারি (Certiorari) এবং
- কোয়াওয়ারেন্টো (Quo Warranto)
Content added || updated By
# বহুনির্বাচনী প্রশ্ন
১ নভেম্বর ২০০৭
২ নভেম্বর ২০০৭
১ ডিসেম্বর ২০০৭
২ ডিসেম্বর ২০০৭
১ নভেম্বর ২০০৭
২ নভেম্বর ২০০৭
১ ডিসেম্বর ২০০৭
২ ডিসেম্বর ২০০৭
১ নভেম্বর, ২০০৭
২ নভেম্বর, ২০০৭
১ ডিসেম্বর, ২০০৭
২ ডিসেম্বর, ২০০৭
১৯৯৯
১৯৯৭
২০০৭
২০১৫
1 নভেম্বর 2007
1 নভেম্বর 2006
1 নভেম্বর 2005
1 নভেম্বর 2008
Please, contribute by adding content to
সুপ্রীম কোর্ট ও আদালত.
Content
# বহুনির্বাচনী প্রশ্ন
2001
2002
2003
2004
Saudi Arabia
Pakistan
Qatar
Gambia
Abdulwahi Ahmed Yusuf
Joan Donoghve
Ronny Abraham
None
জেনেভায়
লন্ডনে
প্যারিসে
হেগে
নেদারল্যান্ডস
সুইজারল্যান্ড
ফিনল্যান্ড
ইংল্যান্ড
- আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, বা দন্ডাদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা করেন। আপিল বিভাগ রাষ্ট্রপতি আইনের কোনো ব্যাখ্যা চাইলে আপিল বিভাগ এ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে।
- আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্যই পালনীয়।
- বাংলাদেশ সংবিধানের ৯৪নং অনুচ্ছেদে কোর্ট গঠনের কথা উল্লেখ আছে ।
- বাংলাদেশের ইতিহাসে উচ্চতর আদালতের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা ।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
বিচারপতি জিনাত আরা
বিচারপতি নাজমুন আরা সুলতানা '
বিচারপতি আবু বকর সিদ্দিকী
কোন টি নয়
বিচার বিভাগ
হাইকোর্ট
সুপ্রিম কোর্ট
জজকোর্ট
- নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নির্দেশ জারি করতে পারে- হাইকোর্ট।
- কোন ব্যক্তি বা গোষ্ঠীকে মৌলিক অধিকারের পরিপন্থী কাজ থেকে নিবৃত রাখতে পারে- হাইকোর্ট বিভাগ ।
- অধস্তন কোনো আদালতের মামলায় সংবিধানের ব্যাখ্যাজনিত জটিলতা দেখা দিলে সেই মামলা হাইকোর্ট বিভাগে স্থানান্তর হয়।
- অধস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন পরিচালনা করে হাইকোর্ট বিভাগ।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
৬টি
৪টি
২টি
১টি
তাহমিনা বেগম
আনিসা হামিদ
নাজমুন আরা সুলতানা
জাকিয়া সুলতানা
সুলতানা কামাল
- সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের প্রতিটি জেলায় বিচার ও দেওয়ানি মামলা পরিচালনা করে।
- অধস্তন আদালতগুলো ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করেন।
Content added By
- জেলা আদালতের প্রধান হলেন- জেলা জজ।
- জেলা জজ আদালত জেলা পর্যায়ে (জমিজমা সংক্রান্ত, ঋণচুক্তি ইত্যাদি) ফৌজদারি (সংঘাত সংক্রান্ত) মামলা পরিচালনা করে।
- সাব জজ আদালত ও সহকারী জজ আদালত জেলা আদালতকে মামলা পরিচালনায় সহায়তা করে।
Content added By
- বাংলাদেশের বিচারব্যবস্থার সর্বনিম্ন আদালত হলো আদালত ।
- পরিষদের চেয়ারম্যান বিবাদমান গ্রুপের দুজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে আদালত গঠিত।
- যেসব স্থানীয় পর্যায়ে বিচার করা সম্ভব, মূলত সেগুলোর বিচার এখানে করা হয়।
- ছোটখাটো ফৌজদারি মামলার বিচার এ আদালত করতে পারে।
Content added By
নম্বর | সেবা |
|---|---|
১৬১২৩ | কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করা যাবে। কৃষি, মৎস, প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যাবে। |
১৩১ | বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন এর টিকিট সম্পর্কে জানতে কল করা যাবে। |
১০৯ | নারী নির্যাতন বা বাল্যবিবাহ প্রতিরোধে- এই সেবা নেওয়া যাবে। |
১০৫ | জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার। |
১৬২৫৬ | ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। |
১৬১০৮ | মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে সেবা নিতে পারে যে কেউ। |
১৬২৬৩ | বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে। |
৩৩৩ | জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলাদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলতে। |
১০০ | বিটিআরসি কল সেন্টার। |
১৬৪২০ | বিটিসিএল কল সেন্টার। |
১০৯৮ | শিশু সহায়তামূলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নেওয়া যাবে। |
১০৬ | দুর্নীতি দমন কমিশনের করে সেবা নেওয়া যাবে। দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দুর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানানো যাবে। |
১৬৪৩০ | সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করা যাবে। |
৯৯৯ | বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে জরুরী মুহুর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স এর সাহায্যের জন্য। এছাড়াও যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানানো যাবে। |
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
কৃসি
অ্যাম্বুলেন্স
ফায়ার সার্ভিস
পুলিশ
Read more