বর্ণানুক্রমে শব্দ সাজাই (৪.৫.১)

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বাংলা - Bangla - শব্দ বুঝি বাক্য লিখি | NCTB BOOK
2k
Summary

বাংলা বর্ণমালার অভিধানের বর্ণক্রম কিছুটা ভিন্ন। নিম্নোক্ত শব্দগুলোকে এই বর্ণক্রম অনুযায়ী সাজাতে হবে:

  • এলোমেলো শব্দ: পাটি, দই, আতা, জাহাজ, টমেটো, শশা
  • অভিধান অনুযায়ী সাজানো: আতা, জাহাজ, টমেটো, তাল, দই, পাটি, শশা
  • এলোমেলো শব্দ: কাক, কৃতজ্ঞ, কোল, কৌতুক, কুলা, কলা
  • অভিধান অনুযায়ী সাজানো: কাক, কৌতুক, কলা, কুলা, কৃতজ্ঞ, কোল
  • এলোমেলো শব্দ: তিসি, তুলনা, তুলা, তাল, তারুণ্য
  • অভিধান অনুযায়ী সাজানো: তাল, তিসি, তুলনা, তুলা, তারুণ্য
  • এলোমেলো শব্দ: পরিবর্তন, একতা, ভয়, আজ, শহর, গ্রাম
  • অভিধান অনুযায়ী সাজানো: আজ, গ্রাম, শহর, ভয়, একতা, পরিবর্তন
  • এলোমেলো শব্দ: জুঁই, ঝাল, চাঁদ, জামা, জাঁতা, চিল, ছাল, চাই
  • অভিধান অনুযায়ী সাজানো: চাঁদ, চিল, চাই, জামা, ঝাল, জুঁই, ছাল, জাঁতা
  • এলোমেলো শব্দ: নকশা, নির্ভয়, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিষ্পেষণ, নিদ্রা
  • অভিধান অনুযায়ী সাজানো: নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিদ্রা, নকশা, নিষ্পেষণ, নির্ভয়
  • এলোমেলো শব্দ: রাক্ষস, ব্যয়, স্বাধীনতা, স্বার্থ, সার্থক, ভ্রাতা, শ্মশান, রশ্মি
  • অভিধান অনুযায়ী সাজানো: ব্যয়, রাক্ষস, রশ্মি, স্বাধীনতা, সার্থক, স্বার্থ, শ্মশান, ভ্রাতা

সাজানো শেষে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে, অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন। অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ:

অআইঈউউঋ এ ঐ ও ঔংঃঁ

ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ট ঠ ড ড় ঢ় ঢ় ণ ত (ৎ) থ দ ধ ন প ফ ব ভ ম য য় র ল শ ষ স হ।

নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো।

 

 

এলোমেলো শব্দ

বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ

তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা

 

আতা জাহাজ টমেটো তাল দই পাটি শশা

 

কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা

 

 

তিসি তুলনা তুলা তাল তারুণ্য

 

 

পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম

 

 

জুঁই ঝাল চাঁদ জামা জাঁতা চিল ছাল চাই

 

 

নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোচ নিষ্পেষণ নিদ্রা

 

 

রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি

 

 
Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...