Summary
কবি আল মাহমুদের 'বোশেখ' কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে নেওয়া হয়েছে। কাব্যে বৈশাখ মাসের শক্তিশালী এবং ধ্বংসাত্মক রূপ প্রকাশ পায়। এই মাসের কারনে অনেক জনপদ বিধ্বস্ত হয়, বিশেষ করে দুঃখী এবং গরীব মানুষ এবং প্রাণীগুলি এর শিকার হন। কবি আক্ষেপ করে প্রশ্ন করেন, প্রকৃতির নিষ্ঠুরতা কেন শুধুমাত্র গরিবদের বিরুদ্ধে? তিনি বৈশাখকে আহ্বান জানান, যদি ধ্বংস করতে হয়, তাহলে দানবীয় প্রাসাদগুলোই গুঁড়িয়ে দিক, যা গরিবদের শোষণ করে নির্মিত। কবিতায় অত্যাচারীর অবসানে কাজনা রয়েছে।
কবি আল মাহমুদের কবিতা সমগ্রের পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে ‘বোশেখ’ কবিতাটি সংকলন করা হয়েছে। বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস বৈশাখ । ঋতু পরিক্রমায় বার বার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে এবং আগ্রাসী থাবায় কখনও কখনও লণ্ডভণ্ড হয়ে যায় এক-একটা জনপদ । অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোন প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর। ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না। কিন্তু ধনীর প্রাসাদের কোন ক্ষতি হয় না। কবি তাই আক্ষেপ করে বলছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা, নির্মমতা কেন তা শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে? অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতেই হয়, তাহলে গুঁড়িয়ে দাও সেইসব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করছেন কবি ।
Read more