জাভাস্ক্রিপ্ট নাম্বার(Number)

Web Development - জাভাস্ক্রিপ্ট (JavaScript) - জাভাস্ক্রিপ্ট রেফারেন্স (JS Reference)
628

জাভাস্ক্রিপ্ট নাম্বার

জাভাস্ক্রিপ্টে দশমিক অথবা দশমিক ছাড়া লেখা যায়ঃ

kt_satt_skill_example_id=1698

অতিরিক্ত বড় অথবা অতিরিক্ত ছোট নাম্বারগুলোকে বৈজ্ঞানিক সূচক আকারে লিখা যায়ঃ

kt_satt_skill_example_id=1700

জাভাস্ক্রিপ্ট নাম্বার সম্পর্কে আরো জানতে আমাদের জাভাস্ক্রিপ্ট নাম্বার টিউটোরিয়ালে পড়ুন।


নাম্বার(Number) প্রোপার্টি

প্রোপার্টিবর্ণনা
constructorযে ফাংশনটি জাভাস্ক্রিপ্ট নাম্বার প্রোটোটাইপ তৈরি করে সেটি রিটার্ন করে।
MAX_VALUEজাভাস্ক্রিপ্টে সম্ভাব্য সর্বোচ্চ নাম্বার রিটার্ন করে।
MIN_VALUEজাভাস্ক্রিপ্টে সম্ভাব্য সর্বনিম্ন নাম্বার রিটার্ন করে।
NEGATIVE_INFINITYনেগেটিভ অসীম ভ্যালু প্রকাশ করে।
NaNনাম্বার(Not-a-Number) নয় ভ্যালু প্রকাশ করে।
POSITIVE_INFINITYপজিটিভ অসীম ভ্যালু প্রকাশ করে।
prototypeএকটি অবজেক্টে প্রোপার্টি এবং মেথড যোগ করে।

নাম্বার(Number) মেথড

মেথডবর্ণনা
isFinite()সসীম মান কিনা তা চেক করে।
isInteger()পূর্ণ সংখ্যার ভ্যালু কিনা তা চেক করে।
isNaN()ভ্যালুটি নাম্বার নয় কিনা তা চেক করে।
isSafeInteger()ভ্যালুটি নিরাপদ পূর্ণ সংখ্যা কিনা তা চেক করে।
toExponential(x)একটি নাম্বারকে বীজগণিতীয় রাশির প্রতীকে পরিনত করে।
toFixed(x)একটি নাম্বারকে দশমিক সংখ্যার পরে x সংখ্যক ডিজিটসহ প্রদর্শন করে।
toPrecision(x)একটি নাম্বারকে x সংখ্যক ডিজিটসহ প্রদর্শন করে।
toString()একটি নাম্বারকে স্ট্রিং-এ পরিনত করে।
valueOf()একটি নাম্বারের মৌলিক মান রিটার্ন করে।

সকল নাম্বার মেথড একটি নতুন ভ্যালু রিটার্ন করে। কিন্তু অরিজিনাল ভ্যালুকে পরিবর্তন করে না।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...