- সদস্যপদ লাভের জন্য আবেদন করে- ১৯৭২ সালে, ২ বছর যাবৎ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল ।
- সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
- যে অধিবেশনে সদস্য পদ লাভ করে- ২৯ তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে ।
- বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্যপদ লাভ করে- গ্রানাডা ও গিনি বিসাউ ।
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- এস. এ. করিম।
- প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন- ইসমত জাহান ।
- জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতেমা।
- CEDAW কমিটির প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন- সালমা খান ।
- বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন- হুমায়ূন রশীদ চৌধুরী (১৯৮৬ সালে)
- বাংলাদেশ UNGA-এর অধিবেশনে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে- ১৯৮৬ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বার; প্রথমবার (১৯৭৯-১৯৮০) সাল, দ্বিতীয়বার (২০০০-২০০১) সাল।
- ২৯ তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন- ১৯৭৪ সালে।
- ফারাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয়- ১৯৭৬ সালে (৩১ তম অধিবেশনে)।
- উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হন- হুমায়ুন রশীদ চৌধুরী, বিজয়লক্ষ্মী পন্ডিত ও স্যার জাফরুল্লাহ।
Content added By