অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - জাতকের শিক্ষা | NCTB BOOK
346

শূন্যস্থান পূরণ কর :

১. গৌতম বুদ্ধের অতীত ___ জাতক বলা হয়।

২. জাতকের উপদেশ ও শিক্ষা মানুষের জন্য ___ মতো।

৩. সার্থক পণ্ডিত নাম ধর তুমি ___।

৪. শুভ কাজের কোনো ___ নেই ৷

৫. শ্রেষ্ঠী বোধিসত্ত্বের একটি ___ গ্রাম ছিল।

৬. বিপদে প্রকৃত ___ পরিচয় হয়।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. জাতকের উপদেশ ও

২. এক জন্মের কর্মফলে কেউ

৩. তুমি শুধু পণ্ডিত বলে এক ভাগ,

৪. মূর্খরাই নক্ষত্র লগ্ন শুভ

৫. যে ধর্মপথে চলে

৬. বোধিসত্ত্ব সেই ছাতিম গাছের

১. অশুভ চিন্তা করে বসে থাকে।

২. ধর্মই তাকে রক্ষা করে।

৩. ফল খেত।

৪. শিক্ষা সর্বজনীন।

৫. আমি অতিপণ্ডিত তাই দুই ভাগ।

৬. বুদ্ধ হতে পারে না।

৭. জাতকের প্রভাব পড়ে।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. জাতক কাকে বলে?

২. জাতক পাঠের উদ্দেশ্য কী?

৩. ধর্মপাল কুমারের আচার্য কিসের অস্থি নিয়ে গিয়েছিল?

৪. অতিপণ্ডিতের শঠতা কীভাবে ধরা পড়েছিল ?

৫. নক্ষত্র জাতকের উপদেশ কী?

৬. শ্রেষ্ঠী বোধিসত্ত্ব বন্ধুদের কী ধর্মোপদেশ দিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. জাতকের প্রভাব ও ঐতিহাসিক মূল্য নির্ধারণ কর। 

২. মহাধর্মপাল জাতক মতে তরুণ বয়সে মৃত্যু না হওয়ার গুণগুলো লেখ । 

৩. নক্ষত্র জাতকের বিষয়বস্তু লেখ। 

৪. ‘কাউকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা উচিত নয়’. . এ কথাটি ব্যাখ্যা কর 

৫. কালকর্ণী কীভাবে শ্রেষ্ঠী বোধিসত্ত্বের ধনসম্পদ রক্ষা করেছিল? আলোচনা কর। । 

৬. উপদেশসহ কুরঙ্গমৃগ জাতকের বিষয়বস্তু লেখ ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বিনয়সম্মত জীবন গঠন
পরিপূর্ণ জীবন গঠন
অর্থনৈতিক জীবন গঠন
মহৎ ও আদর্শ জীবন গঠন

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...